নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়ক থেকে একটি কভার্ড ভ্যান থেকে ৩৭ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব-৫ সিপিসি-২। শুক্রবার সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাক বাংলা মোড় এলাকায় চেক পোষ্ট বসিয়ে তাদের মালামাল সহ আটক করা হয়। সিপিসি – ২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি টিম নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার ডাক বাংলা মোড় এলাকায় চেক পোষ্ট বসিয়ে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে বগুড়াগামী একটি দ্রæত গতির একটি কভার্ড ভ্যানকে থামানোর সিগনাল দিলে চালক কভার্ড ভ্যানটি থামিয়ে দেয়। এ সময় কভার্ড ভ্যানের ভিতরে তল্লাশী করা হয়। তল্লাশীকালে সেখান থেকে ৩৬ কেজি ৯শ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে কভার্ড ভ্যান সহ তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, গাড়ী চালক গাজীপুর জেলার পশ্চিম বিলাসপুর গ্রামের দুলাল সরকারের ছেলে নাঈম সরকার, কুড়িগ্রামের ফুলবাড়ী থানার আমিনুল ইসলামের ছেলে লাভলু সরকার ও উলিপুর থানার বামনাছড়া গ্রামের মতিজার রহমানের ছেলে মজনু মিয়া।