স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে যথাযথ মর্যাদায় দিনটি পালন করেছে নাটোর পৌরসভা।
নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি পুষ্পার্ঘ্য অর্পন শেষে বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল একজন ক্রীড়ামোদী ও দেশপ্রেমিক ছিলেন। নাটোরের যুব তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, শহীদ শেখ কামালের আদর্শ তথা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত করে সোনার বাংলা গড়তে এগিয়ে আসতে হবে।
পরে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে নাটোর পৌরসভার সকল কাউন্সিলরগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহন করেন।