নাটোর প্রতিনিধি :
নিরাপদ দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানিয়ে বাজার মনিটরিং করেছেন নাটোর জেলা পুলিশ। সোমবার দুপুরে শহরের বিভিন্ন সুপার মার্কেটসহ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় শহরের প্রধান প্রধান মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা যায়। দোকানগুলোতে পাশাপাশি বসে বা দাঁড়িয়ে ক্রেতাদের কেনাকাটা করতে দেখা গেছে । দুই একটি প্রতিষ্ঠান ছাড়া কোন ব্যবসা প্রতিষ্ঠনেই নেই স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা। পরিদর্শনে পুলিশ সুপার স্বাস্থ্যবিধি ও শারীরিক দুরত্ব মেনে ক্রয়-বিক্রয় করার জন্য সবার প্রতি আহবান জানান। তা না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেবার হুসিয়ারি দেন তিনি।