নাটোরে ৮১ কেজি গাঁজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নাটোর প্রতিনিধি:
নাটোরে ৮১ কেজি গাঁজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার সকালে শহরের বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রামের জয়মনিরহাট বড়খাটামারী এলাকার কবির হোসেনের ছেলে মোহাম্মদ স্বপন এবং পাটেশ্বরী ড্রাইভারপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে মোঃ শাহজালাল।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল নাটোরের বড় হরিশপুর বাইপাস এলাকায় একটি ট্রাকে অভিযান চালায়। এসময় ট্রাকে বিশেষ কৌশলে রাখা প্যাকেটে মোড়ানো ৮১ কেজি গাঁজাসহ ট্রাক ড্রাইভার মোহাম্মদ স্বপন এবং হেলপার মোঃ শাহজালালকে গ্রেফতার করে। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় র্যাব। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুই মাদক ব্যবসায়ীকে সদর থানায় হস্তান্তর করা হয়।