নাটোরে চারটি আসনে ৪৩ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগের মনোনীত নৌকার ৪ প্রার্থীর বিপক্ষে চাচা-ভাতিজাসহ ১৭ জন বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র নির্বাচন করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে নাটোর-১ এ ৭ জন, নাটোর-২ এ ২ জন, নাটোর-৩ এ ৩ জন এবং নাটোর-৪ এ ৫ জন দলীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দেখা করেছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত নাটোরের চারটি আসনে রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এবং নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম বকুল, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বঙ্গবন্ধু প্রবীণ জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি কর্নেল (অব.) মো. রমজান আলী সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায়, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম হুমায়ন কবির, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর জেলার সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, জাতীয় পার্টির মো. আশিক হোসেন, জাসদের (ইনু) মো. জামাল উদ্দিন ফারুক ও মো. মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. লিয়াকত আলী, স্বতন্ত্র প্রার্থী সায়েদুল হক, এবং স্বতন্ত্র হিসেবে একজন গ্রাম পুলিশ মো. এস্কেন আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নাটোর-৩ (সিংড়া) আসনে আইসিটি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলকসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইসিটি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক, উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল্লাহ আল মামুন, মো. শামসুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ রুস্তম আলী,জাকের পার্টির মোছা. রাকিবা হক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. আলতাফ হোসেন, তৃণমূল বিএনপির মো. আবুল কালাম আজাদ, বিকল্পধারা বাংলাদেশ’র মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ কংগ্রেস’র আমিরুল ইসলাম, জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান এবং ওয়ার্কার্স পার্টির মিজানুর রহমান মিজান।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, গুরুদাসপুর পৌর আ.লীগের সভাপতি ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, স্বতন্ত্র সুজন আহম্মেদ, তৃনমুল বিএনপির প্রার্থী আব্দুল খালেক, আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেনের মা জাহানারা বেগম, জাকের পার্টির প্রার্থী রবিউল করিম, বাংলাদেশ কংগ্রেস পার্টি শান্তি রিবেরু, বিএনএম গাজী আবু সায়েম রতন এবং জেপি’র সেলিম রেজা।