স্টাফ রিপোর্টার:
নাটোর র্যাব ক্যাম্প কর্তৃক ১০১ বোতল ফেন্সিডিলসহ সোহাগ আলী নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা এক অভিযানে রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর গ্রাম থেকে সোহাগকে আটক করা হয়।
র্যাব অফিস সূত্রে জানানো হয়, সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস, এম ফজলুল হক এর নেতৃত্বে গত শুক্রবার(২২ জানুয়ারী) সকালে রাজশাহী জেলার বাঘা উপজেলাধীন বড় ছয়ঘটি গ্রামে অভিযান পরিচালনা করে ঐ এলাকার আলাইপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহাগ আলী(২১)কে ১০১ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড ২টি মেমোরী কার্ড মাদক বিক্রয়লব্ধ নগদ দুই হাজার টাকাসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সামনে স্বীকার করে। এই ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় মামলা রুজু করা রয়েছে বলেও জানিয়েছে র্যাব।