স্টাফ রিপোর্টার: নাটোরে হ্রাসকৃত মূল্যে বিশেষায়িত চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের চকরামপুর এলাকায় চক্ষু সেবা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
নাটোর আধুনিক চক্ষু হসপিটাল এন্ড ফ্যাকো সেন্টারের পরিচালক মোঃ সাদেকুল ইসলাম জানান, মাত্র একশ’ টাকায় রোগীরা চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনের দ্বারা অত্যাধুনিক মেশিনের সাহায্যে চিকিৎসা সেবা পাবেন। পর্যায়ক্রমে একজন ফ্যাকো সার্জন ন্যুনতম খরচে ফ্যাকো অপারেশন কার্যক্রম শুরু করবেন। প্রাথমিকভাবে ১০ শয্যার হাসপাতাল কার্যক্রম পরিচালনা করবে।
জেলার বাসিন্দাদের চোখের সচেতনতা বৃদ্ধি এবং অসুস্থ্যতার নিরাময়ে ইউনিয়ন পর্যায়ে চক্ষু ক্যাম্প আয়োজন করা হবে বলেও মোঃ সাদেকুল ইসলাম অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম প্রমূখ।