নাটোর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডলারের পিতাকে রাজাকার বলায় ৩ স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মানহানী ও তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুর বারোটার দিকে নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাটোর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডিলার বাদী হয়ে এই মামলা দায়ের করেন। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আগামী ২সেপ্টেম্বরের মধ্যে র্যাব-৫ নাটোর ক্যাম্পরে কমান্ডার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক এএফএম গোলজার রহমান।
মামলার বিবরণে বলা হয়, গত ২২জুলাই শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় নাটোর পৌরসভার যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদি হাসান শুভ’র ব্যক্তিগত অফিসে শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মলয় রায় বর্তমান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ-এর পিতা সোনা মিয়াকে রাজাকার বলে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।
এছাড়া ২৪জুলাই জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের সাবেক জেলা কমিটির যুগ্ম আহŸায়ক আহমেদ সেলিম একই বক্তব্য দেন। এতে একজন সনামধন্য ব্যক্তির নামে মানহানীকর বক্তব্য দিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবে সুনাম ক্ষুন্ন হয়েছে।
পরে ইশতিয়াক আহমেদ ডলার তিনজনকে আসামী করে মানহানী এবং তথ্য প্রযুক্তি আইনে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএফএম গোলজার রহমান আদালতে এই মামলা দায়ের করেন।
আদালত মামলা গ্রহন করে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে র্যাব নাটোর ক্যাম্পের কমান্ডারকে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেন।
এসময় আদালতে বাদীর পক্ষে অন্তত ১৫ আইনজীবী উপস্থিত ছিলেন। এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপনসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।