স্টাফ রিপোর্টার: রীঁঁ শ্রী শ্রী জয়কালী মাতার মন্দির ও রাধা গোবিন্দ বিগ্রহ পরিচালনা কমিটির প্রয়াত সাধারণ সম্পাদক স্বর্গীয় সুব্রত কর্মকারের ১ম প্রয়াণবার্ষিকী ও ২য় প্রয়াণ দিবস স্মরণে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের লালবাজারস্থ জয়কালী মাতার মন্দিরে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সুব্রত কর্মকারের স্বর্গীয় আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন ও গীতা পাঠ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় মন্দির কমিটির আয়োজনে স্মরণ সভায় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহা, পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ প্রয়াত সুব্রত কর্মকারের পরিবারের সদস্যরা। ২০২০ সালের ২৬ শে জানুয়ারী সুব্রত কর্মকার বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা যান।