নিজস্ব (বড়াইগ্রাম) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় জেটিভির নাটোর জেলা প্রতিনিধি নাহিদুল ইসলাম এবং মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি জাহিদ আলী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।
শুক্রবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে পাশেই এ দুর্ঘটনা ঘটে।
জানা যায় পেশাগত দায়িত্ব পালনের জন্য তারা নাটোরের এসপি অফিসের প্রেস ব্রিফিং শেষ করে বনপাড়া আসছিলেন। আহমেদপুর বাজার পার হয়ে আসলে আম ভর্তি একটি অটোভ্যানের এক্সেল ভেঙ্গে সামনে এসে পড়ে। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় সাংবাদিক নাহিদের দুই পায়ের হাঁটু, ডান হাতের কব্জি ছিঁলে যায়। সাংবাদিক জাহিদের এক হাত, এক পা ছিঁলে যায় এবং এক হাতের হাড় ফেটে যায়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।