নাটোরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার(১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভোলপ সোসাইটি বাই মাইন্ডস আই (ডেসমি) আয়োজনে সদর উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং বড়হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগগঠনটির সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মো. আমির আলী, যগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ সুজন গাজী, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্সসহ বিভিন্র শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।