স্টাফ রিপোর্টার: মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে জেলায় মাসব্যাপী বিসিক-ঐক্য স্বাধীনতা মেলা শুরু হয়েছে। শুক্রবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আয়োজনে বিসিক নগরীতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় পদার্পন করেছে। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে দেশের গুরুত্বপূর্ণ এই অর্জনের ধারাবাহিকতায় ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হবে। উন্নত দেশে রুপান্তরের ক্ষেত্র হিসেবে শিল্পের উন্নয়নে সরকার কার্যকর সকল পদক্ষেপ গ্রহন করেছে। সারাদেশে বঙ্গবন্ধু প্রবর্তিত বিসিক শিল্প নগরীর উন্নয়ন ঘটিয়ে উদ্যোক্তাদের খুঁজে বের করা হচ্ছে, তাদের জন্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ, বিভিন্ন ক্যাটাগরির ঋণের ব্যবস্থা এবং উৎপাদিত পণ্যের বিপননে সহযোগিতা প্রদান করা হচ্ছে।
আগামীতে সারাদেশে মোট ১০০টি শিল্প পার্ক প্রতিষ্ঠা করা হচ্ছে। নাটোরেও ৩০০ একর জমি অধিগ্রহন করে বিসিক শিল্প পার্ক স্থাপনের কার্যক্রম খুব শিঘ্রই শুরু করা হবে বলে বক্তারা উল্লেখ করেন।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ উদ্বোধনী অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান, বিসিকের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক পরিচালক জাফর বায়েজিদ, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ কুমার আগরওয়াল প্রমুখ।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নাটোর এর আয়োজনে মেলায় বিসিক উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মোট ৭০টি ষ্টল প্রদর্শিত হচ্ছে।