নাটোরে পরিবহন শ্রমিক ইউনিয়ন অফিসে বসে মাদক সেবন করা অবস্থায় পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকরাম হোসেনকে আটক করেছে র্যাব। এছাড়া একই কার্যালয় থেকে আরও ৫ জনকে আটক করা হয়। এসময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরিবহন শ্রমিক নেতা আকরাম শহরের কানাইখালী এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
অন্যান্য আটক ব্যক্তিরা হলেন, কানাইখালি চালপট্টি এলাকার শাহাদত আলীর ছেলে সৌরভ, পূর্ব ডাঙ্গাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে কামরুল, হরিশপুর কামারপাড়া এলাকার রওশন আলীর ছেলে আকাশ, একই এলাকার আল ইমরাজের ছেলে শফিকুল ইসলাম এবং হাসান আলীর ছেলে রনি।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, দীর্ঘ দিন ধরে নাটোর শ্রমিক ইউনিয়নের অফিসে মাদক সেবন ও বিক্রি করে আসছিল শ্রমিক নেতা আকরাম। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৪ আগস্ট রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবন অবস্থায় আকরামসহ তার সহযোগিদের আটক করা হয়। পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে ডোপ টেস্টে রিপোর্ট পজেটিভ হওয়ার তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে তারা মাদক সেবন করেছে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে সাক্ষীদের সামনে স্বীকার করেছে। এই ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।