নাটোর সদরের জালালাবাদ কবরস্থানের পাশ থেকে ইসমাইল হোসেন নামে এক মাছ ব্যাবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ১১ টার দিকে সদর উপজেলার জালালাবাদ গ্রামের কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইসমাইল হোসেন জালালাবাদ হাটপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে ও স্থানীয় মাছ ব্যাবসায়ী।
এপ্রসঙ্গে স্থানীয়রা জানান, ইসমাইল হোসেন সন্ধ্যার পর থেকে জালালাবাদ বাজারের পরিচিতদের সাথে আড্ডা দিয়েছে। পরে রাত ৯টার দিকে চায়ের স্টল থেকে চা খাওয়া শেষে বাড়ীতে যাওয়ার জন্য বাজার থেকে রওনা হন। এরপর রাত ১১ টার দিকে এলাকাবাসী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ইসমাইলের মরদেহ পড়ে থাকতে দেখে তার স্বজন ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান, প্রাথমিক সুরৎহাল প্রতিবেদনে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে তারমৃত্য হয়েছে তা ময়না তদন্ত প্রতিবেদন পেলে সঠিক কারন জানাযাবে।