নাটোর শহরতলীর একডালা এলাকায় একটি ট্রাকে তল্লাশি অভিযান চালিয়ে ৫৯৬ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার শহরতলীর একডালা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল তল্লাশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চক আলমপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে রয়েল আলী (২৬), কুবুল আলীর ছেলে ইনসারুল (২৬), লনমানপুর গ্রামের আলহাজ্ব লুৎফল হকের ছেলে আব্দুস সালাম (৬০), শিমুলতলা বালুর চর গ্রামের আব্দুল রাহমের ছেলে সোহেল রানা (২২) এবং মহারাজপুর গ্রামের সাুিদকুলের ছেলে আব্দুল করিম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
—-বিডি-প্রতিদিন