স্টাফ রিপোর্টার: নাটোরে গেজেটভূক্ত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাদ পড়া মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বাদ পড়া মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
এসময় তারা অভিযোগ করেন, যাচাই বাছাইয়ের নামে গেজেটভূক্ত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়া ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। তারা অবিলম্বে বাদ পড়াদের তালিকাভূক্ত করার দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন এড.জাহেদুর রহমান চৌধুরী, আবুল হোসেন দুলাল ও শেখ মোহাম্মদ ইউসুফ।
উল্লেখ্য. নাটোর সদর উপজেলার তালিকাভূক্ত ২৯৫ জনের মধ্যে ৮২ জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।