নাটোরে নলডাঙ্গায় প্রেমিকের উপর অভিমান করে প্রেমিকার বিষপানে আত্মহত্যা অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৮মার্চ) রাতে উপজেলার বুড়ির ভাগ এলাকায় এই আত্মহত্যা ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
অভিযোগ সূত্রে জানায়, শামসুল ইসলামের মেয়ে সিনথিয়া জাহান (১৮) এবছর এইচএসসি পাশ করে রাজশাহীতে মেডিকেলে ভর্তি কোচিং করছিলো। অনেক দিন পূর্বে থেকেই একই উপজেলার পার্শ্ববর্তী এলাকা পাবনা পাড়ার মৃত দুলাল আহমেদের ছেলে আশিকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আশিক বর্তমানে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করছেন। গত সোমবার রাজশাহীতে পিতা-মাতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সিনথিয়া তার প্রেমিক আশিককে ডেকে পাঠায়। কিন্তু সারাদিন আশিক বিভিন্ন অজুহাতে তার ডাকে সাড়া দেয়নি। এতে অভিমান করে পিতা-মাতার সঙ্গে বাড়িতে চলে আসে সিনথিয়া। পরে গত রাতে বাড়িতে থাকা কিটনাশক পানে আত্মহত্যা করে সে।
সিনথিয়ার বাবা অভিযোগ করেন, আশিকের প্ররোচনায় তাদের মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তিনি এর জন্য আশিক কে দায়ী করেন ও বিচার দাবি জানান।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।