নাটোর পৌরসভার চৌকিরপার ও কান্দিভিটুয়া এলাকায় নির্মাণাধীন রাস্তা ও ড্রেনের কাজ পরিদর্শন করেছেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। রোববার(২৫ এপ্রিল) দুপুরে নির্মাণ কাজ পরিদর্শনে যান মেয়র।
নাটোর পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, উত্তর চৌকিরপাড় এলাকায় ২৭৪ মিটারের একটি সিসি রাস্তা এবং ৫নং ওয়ার্ডের কান্দিভিটুয়া এলাকায় ২৬০ মিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে।
মেয়র উমা চৌধুরী বলেন, চৌকিরপাড় ও কান্দিভিটুয়া এলাকার এই দুইটি রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবী করে আসছিলেন বাসিন্দারা। তাদের দাবীর প্রতি সম্মান জানিয়ে নির্মাণ কাজ শুরু হয়। শতভাগ টেকসই রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।