স্টাফ রিপোর্টার: নাটোরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধেকমিউনিটি ভিত্তিক মোবিলাইজেশন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা২টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সদর উপজেলার ছাতনী ইউনিয়নের পণ্ডিতগ্রাম উচ্চ বিদ্যালয়মিলনায়তনে এই মতবিনিময় সভা ও সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে।রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন(আরডিও) ব্র্যাক এরসহযোগিতায় নারী ও শিশুর প্রতি জেণ্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও বালকদেরঅংশগ্রহণে কমিউনিটি মোবিলাইজেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতনী ইউনিয়নপরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পণ্ডিতগ্রামউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। আরডিও—নাটোর এর নির্বাহী পরিচালক জাকিরহোসেনের সভাপতিত্বে উক্ত সভায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন ব্র্যাক এর রাজশাহী বিভাগীয়প্রতিনিধি রায়হানুল ইসলাম। গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মী সৈয়দ মাসুম রেজার সঞ্চালনায় অন্যান্যদেরমধ্যে আরও বক্তব্য রাখেন আরডিও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ খায়রুল ইসলাম।প্রায়শতাধিক শিক্ষার্থী এবং কমিউনিটির প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা শেষে নারী ও শিশুনির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক গম্ভীরা পরিবেশন করেন ‘লোকজ বাংলা’ নাটোর এরশিল্পীবৃন্দ।