নাটোর প্রতিনিধি:
নাটোরে নতুন করে ৭জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে একজন এবং বাকী ৬জনের পজিটিভ রিপোর্ট আছে ঢাকা আইইডিসিআর থেকে। এই সাত জনের মধ্যে ৫জন বাগাতিপাড়া উপজেলার, একজন নাটোর সদরের এবং বাকী একজন গুরুদাসপুর উপজেলার। নাটোরের সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, গতরাতের সাতজন আক্রান্ত সহ জেলায় মোট আক্রান্ত ৭৬ জন। এদরে মধ্যে ৩৫ জন হোম আইসলেশানে রয়েছেন । মৃৃত্যু হয়েছে একজনের। বাকী ৪০ জন সুস্থ হয়েছেন। তিনি জানান, আগামিকাল আরো কয়েকজন সুস্থ তালিকায় অন্তরভুক্ত হবেন। সিভিল সার্জন জানান, বুধবার গভীররাতে ঢাকা থেকে মেইল পাওয়ায় আজ সকাল থেকে আক্রান্তদের হোম আইসলেশান নিশ্চিত করা সহ তাদের সংষ্পর্শে যারা এসেছেন তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।