নাটোর প্রতিনিধিঃ নাটোরে গতকাল ৫ জন কোভিড-১৯ করোনায় আকান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩জন স্বশস্ত্র বাহিনীর সদস্য এবং এবং বাঁকী দুইজন পুলিশ সদস্য।
নাটোর সিভিল সার্ভিস অফিস সুত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। এদের মধ্যে বাগাতিপাড়ায় ৩জন স্বশস্ত্র বাহিনীর সদস্য এবং নলডাঙ্গায় একজন পুলিশ কর্মকর্তা এবং অপর জন পুলিশের কনেস্টবল। এর আগে মেইল পাওয়ার পূর্বে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছিল আক্রান্ত সকলেই নাটোর সদরের। এ নিয়ে নাটোরে মোট ৪৮ জন করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে ২১ জন পুলিশের সদস্য ,৩জন স্বশস্ত্র বাহিনীর সদস্য এবং একজন আনসার ব্যাটেলিয়ান সদস্য।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…