প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নাটোর পৌরসভার ৪০০ দুস্থ ও অসহায় পরিবারকে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়েছে। রোববার দুপুরে পৌরসভা প্রাঙ্গনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এই সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এবং নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলছেন। তাই যে কোন সময়ে বা সংকটে জনসাধারণের পাশে থাকবে সরকার।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদ-উল-ফিতর উপলক্ষে সমগ্র জেলায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভিজিএফ (আর্থিক) এবং জিআর (ক্যাশ) বাবদ মোট ছয় কোটি ৮৮ লক্ষ ২৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই সহায়তা প্রদান করা হচ্ছে।
পৌর মেয়র জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেরিত নাটোর পৌরসভায় প্রথম নগদ অর্থ সহায়তা দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হলো। তিনি জানান, পৌরসভা ২নং ওয়ার্ডের দুস্থ ৪৪ জন মানুষের মধ্যে নগদ ৫শ’ টাকা করে এই অর্থ বিতরণ করা হয়।
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, পবিত্র রমজান উপলক্ষে নাটোর পৌরসভা ০৯ টি ওয়ার্ডের ৪শ’ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নগদ অর্থ (ত্রাণ) সহায়তা বিতরণ করা হলো। পর্যায়ক্রমে নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১টি পরিবারের মাঝে ৫শ’ টাকা করে বিতরণ করা হবে। নাটোর পৌরসভার মত অন্যানো পৌরসভাতেও এই কার্যক্রম চলবে।
নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, নাটোর জেলার ৫২টি ইউনিয়ন ও ৮টি পৌরসভার অনুকূলে মোট ২৮হাজার ৯শ’ জন উপকারভোী মানুষ ৫শ’ টাকা করে ১ কোটি ৪৪লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা বরাদ্দ পাওয়া গেছে। এই অর্থ পর্যায়ক্রমে বিতরণ অব্যাহত থাকবে।