নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে শাকিল আহমেদ নামে এক ট্রাকের চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তঃত ৪ জন। নিহত শাকিল আহমেদ মানিকগঞ্জের সিঙ্গাইল বায়রা গ্রামের বাসিন্দা। গতরাতে নাটোর সদর উপজেলার দত্তপাড়া ব্রীজ এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহম্মদ রেজোয়ান জানান, নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাক দত্তপাড়া ব্রীজের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক শাকিল আহমেদ ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরো অন্তত ৪জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং বাঁকী দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়।
আহতরা হলেন, নাটোর সদর উপজেলার চন্দ্রকোলা গ্রামের ফেন্সি বেগম, দোলন আহমেদ এবং মানিকগঞ্জের সিঙ্গাইল বায়রা গ্রামের জিলকদ ও পিন্টু।