স্টাফ রিপোর্টার: নাটোরে অসহায়, দুঃস্থ ও শারিরীক অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১৪ জনের মাঝে ৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে (নাটোর-নঁওগা) সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ এমপি শহরের কানাইখালী এলাকায় তাঁর নিজস্ব কার্যালয়ে ওই চেক বিতরণ করেন। আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে মহিলা সংসদ সদস্য রতœা আহমেদ বলেন, বর্তমান সরকার অসহায়, দুঃস্থ ও শারিরীক অসুস্থ মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নাটোরের অসহায়, দুঃস্থ ও শারিরীক অসুস্থদের মাঝে এককালীন সহযোগিতা হিসেবে এসব চেক প্রদান করা হচ্ছে। এ সময় তিনি নাটোরের ১৪ জন অসহায়, দুঃস্থ ও শারিরীক অসুস্থদের মাঝে চেক বিতরণ করেন। এসময় অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।