করোনা প্রতিরোধে জনসচেতনতায় উদ্বুদ্ধ করতে উন্নতমানের ৫ শতাধিক মাস্ক ও ২ শতাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল রবিবার দুপুরে শহরের নিমতলা এলাকায় পথচারী ও দোকান ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে এই সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক ও হ্যাÐ স্যানিটাইজার বিতরণ করা হয়। এসব মাস্ক নাটোর জেলা পরিষদের সৌজন্যে বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ এসব করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করে জনসচেতনতামূলক প্রচারণা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শফিউল আযম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক তানভীর শাওন, সদস্য সাজ্জাদ হোসেন মন্ডল, গোলাম রাব্বিসহ অন্যান্য নেতাকর্মীরা।