নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম এর নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খালিদ হাসান নাটোর সদর উপজেলার উপর বাজার, স্টেশন বাজার, নীচাবাজার, দওপাড়া, হয়বতপুর ও লক্ষিপুর বাজারে স্বাস্থ্যবিধি প্রতিপালনে এবং দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় এবং স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় তিনটি মামলায় তিন ব্যক্তিকে ৯ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয় এ সময় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।