জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতকিৃতিতে পূষ্পার্ঘ অর্পন এবং দোয়ার মধ্যে দিয়ে নাটোরে শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টার দিকে শহরের কান্দিভিটুয়াস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সূচনা করেন। পরে তারা সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পর্ঘ অর্পন ও দোয়া করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, জেলা শ্রমিক লীগের সভাপতি মঈনুল ইসলাম ,সাধারন সম্পাদক আব্দুর রহিম সহ দলীয় নেতা-কর্মিরা।