সৈয়দ মাসুম রেজা, নাটোর প্রতিনিধিঃ
‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ার শপথ নেব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস-২০২০ উপলক্ষে নাটোরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় নাটোরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বর থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ-পিএএ। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত এবং নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আশরাফুল ইসলাম, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, এনজিও কর্মী, নির্বাচন অফিস কর্মকর্তাবৃন্দ ও আনসার ভিডিপি’র সদস্যবৃন্দ সহ অনেকে।
আলোচনায় বক্তারা বলেন, ভোটার হয়ে নাগরিক সুবিধাসমূহ ভোগ করার স্বার্থে প্রাপ্তবয়স্ক সকলে ভোটার হয়ে না থাকলে অবশ্যই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার বিষয়ে নাগরিকদের সচেতন করে তুলতে হবে। নির্বাচন অফিস সকল ভোটারদের যে জাতীয় পরিচয়পত্র প্রদান করে থাকে তার ফলে মানুষ নানা রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং এর ফলে জাতীয় সার্ভারে সকল ভোটারের তথ্য সংরক্ষিত থাকে যা রাষ্ট্রের নানাবিধ কাজে আসে।