নাটোর প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় নাটোরে বৃক্ষরোপন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ ব্যক্তি পর্যায়ে প্রায় পঞ্চাশ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, বন কর্মকর্তা সত্যেন্দ্র নাথ সরকার, জজকোর্টের পিপি এ্যাড. সিরাজুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি কামাল উদ্দিন মাস্টারসহ অন্যান্যরা।