নাটোরে ৪০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার(২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নাটোর শহরের হরিশপুর এলাকায় জনতা ব্যাংক লিমিটেড এর আয়োজনে ৪০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়
জনতা ব্যাংক লিমিটেডের উপ মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার মৈত্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক লিমিটেড’র পরিচালনা পরিষদের পরিচালক অজিত কুমির পাল।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় জনতা ব্যাংক লিমিটেড’র মহাব্যবস্থাপক তাপস কুমার মজুমদার, জনতা ব্যাংক লিমিটেড’র অডিট এন্ড ইন্সফেকশন ডিভিশনের মহাব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক, জনতা ব্যাংক লিমিটেড রাজশাহী এরিয়া অফিসের উপ মহাব্যবস্থাপক মো.জাহাংগীর হোসেন জোয়ার্দ্দার। খাদ্য সামগ্রীর মধ্য ছিল চাল ৫ কেজি, পোলাও চাল ১ কেজি, তেল ২ কেজি, পেয়াঁজ ৩ কেজি, ডাউল ১ কেজি, চিনি ১ কেজি, সেমাই ১ প্যাকেট, দুধ ১ প্যাকেট,