গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরে গুরুদাসপুরে ফোন পেয়েই বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শনিবার রাতে উপজেলার চাপিলা পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন জানান, করোনা ভাইরাসের সংকটকালীন সময়ে সপ্তম শ্রেনীর ছাত্রীটির অমতে তার বিয়ের আয়োজন চলছিল। যথাসময়ে কাজী ডেকে বিয়ের আনুষ্ঠিকতা সম্পন্ন করার আগে কনের বয়স কম বলে কাজী বিয়ে পড়াতে অপারগতা প্রকাশ করেন। পরে কাজী সবার অগোচরে বিষয়টি ফোনে তাকে জানান। ফোন পেয়েই তিনি ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। পরে মেয়েকে বাল্যবিয়ে দেবেনা বলে মুচলেকা দেয় তার বাবা মা। দরিদ্র পরিবারের মেয়েটির পড়াশোনা করতে যেন কোন সমস্যা না হয়, সেজন্য উপজেলা প্রশাসনের থেকে সার্বিক সহযোগিতা আশ্বাস দেয়া হয়। এবং তাৎক্ষণাৎ কিছু নগদ অর্থ মেয়েটির হাতে তুলে দেয়া হয়।