নাটোর প্রতিনিধি :
নাটোরে আব্বাস আলী গাজী(৭৮) নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার পর নাটোর শহরে এই ঘটনা ঘটে। তাঁর বাড়ি নাটোর সদর উপজেলার আগ দীঘার কাটাখালি গ্রামে।
মুক্তিযোদ্ধা আব্বাস আলী গাজীর ছেলে আজিম উদ্দিন গাজী জানান, শ্বাসকষ্ট ও সর্দি-জ্বর নিয়ে নাটোরের সততা ক্লিনিকে ভর্তি হতে আসেন। করোনা উপসর্গ থাকায় সেখানে ভর্তির আগে তাঁর কয়েকটা পরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়নি। পরে তাঁকে অসুস্থ অবস্থায় আবার সততা ক্লিনিকে আনা হয়। সেখানে ডাক্তার দেখে কিছু ঔষধ লিখে দেয় এবং আরেকটি পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা ও ওষুধ আনার প্রাক্কালে সেই মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করে।
ঘটনার সময় নাটোর-২(নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল সততা ক্লিনিকের সামনে দিয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে খবর পেয়ে সেখানে নামেন এবং মৃত মুক্তিযোদ্ধা আব্বাস আলী গাজীর মরদেহ দেখতে পান। সাংসদ শিমুল মুক্তিযোদ্ধা আব্বাস গাজীর বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। সেই সাথে মৃত্যুর পূর্বে কেন গুরুতর অসুস্থ মুক্তিযোদ্ধাকে নিয়ে ক্লিনিক থেকে হাসপাতালে আবার হাসপাতাল থেকে ক্লিনিকে বারবার স্থানান্তর করা হলো তা খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে অনুরোধ করেন এমপি শিমুল।