আগমীকাল ২২ এপ্রিল ২০২৩ হিজরী বর্ষের শাওয়াল মাসের প্রথম দিনে নাটোরে পবিত্র ঈদুল ফিতর এর প্রধান জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে সময়সূচি জানিয়ে নাটোরবাসীর উদ্দেশ্যে মাইকিং করা হয়েছে। ঈদুল ফিতর এর প্রধান নামাজের সময়সূচি নিম্নে দেয়া হলো:
কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে (কাচারী মাঠ)
প্রথম জামাতঃ সকাল ৭.১৫ মিনিট
দ্বিতীয় জামাতঃ সকাল ৮.১৫ মিনিট
কেন্দ্রীয় জামে মসজিদঃ সকাল ৭.৩০ মিনিট
তবে বৃষ্টির হলে কাচারী মাঠের প্রধান জামাত কানাইখালী কেন্দ্রিয় জামে মসজিদে সকাল ৭.১৫ ও ৮.১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। তথ্যসূত্র: নাটোর পৌরসভা।