নাটোর শহরের একটি বেসরকারি ক্লিনিক থেকে ইয়াবাসহ এক নারী কর্মচারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
হাসপাতাল ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে এমন অভিযোগের ভিত্তিতে আজ (৫ মার্চ) শনিবার সন্ধ্যায় শহরের চকরামপুর এলাকার “জেনারেল হাসপাতাল” নামের বেসরকারি ক্লিনিকে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিমানে ১৯১ পিস ইয়াবাসহ ক্লিনিকের কর্মচারী শিখা খাতুনকে আটক করা হয়।
আটককৃত শিখা খাতুন রাজশাহী শহরের রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার আব্দুর রহমানের মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলমগীর হোসেন জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন এর উপস্থিতিতে আজ নাটোর শহরের চকরামপুর এলাকার জেনারেল হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করে। এসময় সেখানে থেকে ১৯১ পিস ইয়াবাসহ ওই হাসপাতালের কর্মচারী শিখা খাতুনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য ২০১৮ সালের ১৪ ডিসেম্বর ‘জেনারেল হাসপাতাল’ এর ব্যবস্থাপক মিতা খাতুন ছুরিকাঘাতে খুন হয় ওই হাসপাতালের পঞ্চম তলায় নিজ কক্ষে।