বড়াইগ্রাম (নাটোর )প্রতিনিধি:
নাটোরে নতুন আরও দুই জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি নাটোরের লালপুর উপজেলায়। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৫৫ জন। এদের মধ্যে ৯ জন সুস্থ হয়েছেন। আজ বুধবার (২৭ মে)সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহারের বরাত দিয়ে সিভিল সার্জন জানান, সেখানে বুধবার দুই শিফটে ১৮৮টি নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হয়। এর মধ্যে ত্রুটি থাকায় ১৫টি নমুনার ফলাফল পাওয়া যায়নি। বাকি ১৭৩টি নমুনার মধ্যে ১৬৮টি নেগেটিভ এবং পাঁচটি করোনা পজিটিভ সনাক্ত হয়। এই পাঁচজনের তিনজন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আর দুইজন নাটোরের লালপুর উপজেলার। সন্ধ্যায় ইমেইলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা সিভিল সার্জন জানান, আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এছাড়া তাদের সংষ্পর্শে যারা এসেছিলেন তাদের বিষয়ে অনুসন্ধান চলছে।