নাজমুল হাসান: নাটোরের ‘হাজরা নাটোর’ এলাকার আদিবাসী নারী কল্পনা পাহানের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসন। সোমবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে কল্পনা পাহানের হাতে পাঁচ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। জেলা প্রশাসক শাহরিয়াজ পিএএ’র পক্ষে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ কল্পনার হাতে চেক হস্তান্তর করেন। এর আগে পুলিশ সুপার লিটন কুমার সাহা সুদ ব্যবসায়ীর কবল থেকে কল্পনার বসতভিটা দ্রæত সময়ের মধ্যে দখলমুক্ত করার আশ্বাস দেন।
উল্লেখ্য, কল্পনা পাহানের কিডনির সমস্যা হলে তিনি সুদ কারবারি খুশি বেগমের কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেন। এরপর কয়েক ধাপে পঁয়ত্রিশ হাজার টাকা পরিশোধ করেন তিনি। কিন্তু সুদ বাবদ খুশি বেগম তিন লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে দলবল নিয়ে কল্পনার বাড়িতে এসে ভয়ভীতি দেখিয়ে ফাঁকা স্ট্যাম্পে তার স্বামী গোহনু পাহানের স্বাক্ষর নেয় তারা। এর সপ্তাহখানেক পরে তাদের দুই শতাংশ জমির উপর নির্মিত কাঁচাবাড়ি থেকে তাকে তাড়িয়ে দেন সুদ ব্যবসায়ী খুশি বেগম। এখন সেখানে পাকা দালান তুলে বসবাস করছেন খুশি। দলিল থাকলেও দীর্ঘদিন ধরে জায়গার দখল নেই তার। অন্যের জমিতে কাজ করে কোনোভাবে বেঁচে আছেন তিনি।
কল্পনা পাহান এক প্রতিক্রিয়ায় জানান, বর্তমান অসহায় অবস্থায় জেলা প্রশাসনের এই সাহায্য পেয়ে অনেক উপকৃত তিনি। কল্পনা আশা করেন আর যেন কোন মানুষ এমন সুদ কারবারীর কবলে পড়ে নিঃস্ব না হয়।