স্টাফ রিপোর্টার: আখ মাড়াই কার্যক্রম ও ৬টি চিনিকল বন্ধের ঘোষণার প্রতিবাদে এবং চিনিকলসমূহকে আধুনিকীকরণসহ ৭ দফা দাবিতে নাটোরে প্রতিবাদ সমাবেশ করেছে আখচাষী সমিতি, জাতীয় শ্রমিক ফেডারেশন ও সুগার মিলস্ শ্রমিক কর্মচারিবৃন্দ।
বুধবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসুচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চিনিকল শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ওয়াকাস পার্টি নাটোর সদর শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস বিশু, আখচাষি ফেডারেশন নাটোর শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, যুবমৈত্রির সভাপতি মাহাবুবুল আলমসহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে কৃষিভিত্তিক ভারী শিল্পের মধ্যে চিনি শিল্প অন্যতম। এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষ লক্ষ লোকের জীবন ও জীবিকা জড়িত। এক শ্রেণীর রাজনৈতিক নেতৃত্ব ও অসৎ আমলাদের লুটপাটের কারণে আজ চিনি শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। লক্ষ লক্ষ লোকের জীবন ও জীবিকা এবং চিনি শিল্পকে রক্ষায় তাদের লুটপাট বন্ধ করে চিনিকলগুলো বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং চিনিকল আধুনিকীকরণসহ ৭ দফা দাবী মেনে নেওয়ার আহবান জানান বক্তারা।