নাটোরে অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোষ্ট’ এর যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে নাটোরে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোষ্ট এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নাটোর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।

আলোচনা সভায় সংসদ সদস্য শিমুল বলেন, সত্য ও সুন্দরের পথে পথচলার মধ্য দিয়ে ঢাকা পোষ্ট দায়িত্বশীল ভ‚মিকা পালন করবে। দেশের প্রতিটি এলাকার সমস্যা, সুযোগ ও সম্ভাবনা তুলে ধরে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সাহসী ভ‚মিকা পালন করবে। দেশ ও মানুষের কল্যাণ চিন্তায় পথিকৃৎ হোক ঢাকা পোষ্ট।

নাটোর এম কে অনার্স কলেজের অধ্যক্ষ এবং দূর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলার সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, লেখনির মাধ্যমে জানান দিক ঢাকা পোষ্ট তার অবস্থান, আমরা নিয়মিত পাঠক হয়ে উঠি।

দৈনিক নাটোরের খবরের সম্পাদক আকরামুল ইসলাম বলেন, দেশের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বে পাঠকপ্রিয়তা অর্জন করুক ঢাকা পোষ্ট।

নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সচেতন নাগরিক কমিটি-টিআইবি’র সভাপতি এবং দেশ টিভি ও ভোরের কাগজের নাটোর প্রতিনিধি রনেন রায় বলেন, ঢাকা পোষ্ট আমাদের আশা-আকাংখার মূর্ত প্রতীক হয়ে উঠুক।

নাটোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকার বলেন, সংবাদমাধ্যম ও সাংবাদিকদের মানের ক্ষেত্রে ঢাকা পোষ্ট কখনো যেন আপোষ না করে।

নাটোর প্রেসক্লাবের সহ সভাপতি এবং দৈনিক জনদেশ এর ব্যবস্থাপনা সম্পাদক এ বি এম মোস্তফা খোকন বলেন, নিজস্ব মেধা ও মননে পাঠকের মন জয় করুক ঢাকা পোষ্ট।

নাটোর প্রেসক্লাবের সভাপতি  জালাল উদ্দিন সভাপতির বক্তব্যে বলেন, দেশে বিদ্যমান অসংখ্য সংবাদ মাধ্যমের ভিড়ে ঢাকা পোষ্ট সৃজনশীলতা ও স্বকীয়তা দিয়ে নিজের অবস্থান তৈরী করে নিক।

ঢাকা পোষ্ট এর নাটোর জেলা প্রতিনিধি তাপস কুমার স্বাগত বক্তব্যে বলেন, সত্যের সাথে সন্ধি করে পথ চলবে ঢাকা পোষ্ট। নাটোরের উন্নয়ন সম্ভাবনা ও মানুষের কন্ঠস্বর হয়ে উঠতৈ চায় ঢাকা পোষ্ট। তাৎক্ষনিক সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের চাহিদা পূরণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাপস কুমার।

অভিষেক উপলক্ষে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন অনুষ্ঠানস্থলে ফুলের ডালি নিয়ে উপস্থিত হন এবং শুভেচ্ছা জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া, সাধারণ সম্পাদক  রুহুল আমিন বিপ্লব প্রমূখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয় এবং অতিথিবৃন্দকে মিষ্টিমুখ করানো হয়। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

 

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক