নিজস্ব প্রতিবেদক: নাটোরে প্রায় দেড় কোটির অধিক টাকা ব্যয়ে করোনা রোগীদের জন্য কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু হয়েছে। এর ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এর প্রতিশ্রুতির বাস্তবায়ন হতে চলেছে। গত ১৪ এপ্রিল বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই ফ্লো সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ উদ্বোধনকালে এই আশ্বাস দেন প্রতিমন্ত্রী পলক।
প্রতিমন্ত্রী পলক সেদিন খুব অল্প সময়ের মধ্যে নাটোর আধুনিক সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করার অঙ্গীকার করেছিলেন। তিনি বলেছিলেন, ‘এতে করে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর রাজধানী ঢাকা শহরে ছুটতে হবে না।’
নাটোর আধুনিক সদর হাসপাতালে এই কাজ ত্বরান্বিত করতে মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন জেলা প্রশাসক শাহরিয়াজ প্রিএএ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা: কাজী মিজানুর রহমান, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা: পরিতোষ কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ প্ল্যান্ট এর অংশ হিসেবে জরুরী ভিত্তিতে আগামী দুই সপ্তাহের মধ্যে সিলিন্ডারের মাধ্যমে কোভিড-১৯ চিকিৎসা সেবা ইয়েলো ও রেড জোন মিলিয়ে ৩০টি শয্যায় উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে এবং প্লান্টের নির্মাণ কাজ শেষ হলে আগামী দুই মাস পরে ১৪৮ ধারণ ক্ষমতার অক্সিজেন ও সাকার এবং ৩৬ ধারণ ক্ষমতার এয়ার সরবরাহ করা সম্ভব হবে।
এ সময় কর্মকর্তাবৃন্দ সদর হাসপাতালের ২৫০ শয্যার নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং নির্মাণকাজের অগ্রগতির খোঁজ খবর নেন তারা। যত দ্রæত সম্ভব নির্মিতব্য নতুন ভবনের ১ম তলায় নন-কোভিড কিছু রোগীকে যেন স্থানান্তর করা যায় তার তাগাদা দেন জেলার এই শীর্ষ কর্তারা।
জেলা সদর হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অক্সিজেনের প্রবাহ থাকা প্রয়োজন। এ প্লান্ট নির্মাণ কাজ সম্পন্ন হলে রোগীরা উপকৃত হবেন।