লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ১০ নং কদমছিলান ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ অক্টোবর) মঙ্গলবার গোধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই গ্রহণ করা হয়।
লালপুর নির্বাচন কমিশন সূত্রে জানা যায় গত ২০১৫ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নং কদমছিলান ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোধরা এলাকায় মেম্বার নির্বাচিত হন আবুল কালাম আজাদ। কিন্তু নির্বাচিত হওয়ার পরেই কোনো এক অজ্ঞাত কারণে প্রবাসে চলে যান আবুল কালাম। দুই বছরের বেশি বিষয়টি গোপন থাকে, পরে বিষয়টি জানাজানি হলে নির্বাচন কমিশন এই উপ নির্বাচনের আয়োজন করে।
উক্ত উপ-নির্বাচনে প্রার্থী ছিলেন চারজন। আজ ভোট গণনা শেষে মোরগ প্রতীক নিয়ে ৬১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জিয়াউর রহমান আকাশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুটবল প্রতীক নিয়ে ৪৯১ ভোট পেয়েছেন বাচ্চু মিয়াজী। এছাড়াও টিউবল প্রতীক নিয়ে ১৮৫ ভোট পেয়েছেন খলিলুর রহমান এবং ভ্যানগাড়ি প্রতীক নিয়ে ১২৫ ভোট পেয়েছেন সোহেল রানা। মোট ভোট কাস্ট হয়েছে ১৫১৫ এবং বাতিল বলে ঘোষণা করা হয়েছে ১০০ ভোট। মোট ভোটার সংখ্যা ছিলো ২০০৮ জন।