লালপুরে বৃদ্ধ ও যুবতী সহ ৩ জনের লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে একই দিনে পৃথক স্থানে যুবক-যুবতী ও এক বৃদ্ধ সহ ৩ জনের লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।
লালপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (১৩ জানুয়ারি) লালপুরের এবি ইউনিয়নের পাটিকাবাড়ী রেল লাইনের পার্শে অজ্ঞাত (২০) নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত যুবতীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
অপর দিকে উপজেলা মোহরকয়া থান্দার পাড়া গ্রামের মৃত খোকা মোল্লার ছেলে নজরুল ইসলাম নজুর (৫২) নিজ বাড়ী থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছেন বলে ধারনা পুলিশের।
এছাড়াও বুধবার সকালে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের চষুডাঙ্গা বেলগাছি গ্রামের আলি মুন্সির গমের ক্ষেতে একটি লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যাক্তি নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুরের মাড়িয়া গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে সুলতান হোসেন ইমন (৩৭)।
খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন নাটোরে পুলিশ সুপার লিটন কুমার সাহা, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: খায়রুল আলম, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা, ওয়ালিয়া ফাঁড়ীর অফিসার ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেনসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
এ ব্যাপারে লালপুর থানার ওসি মো: সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।