নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ওয়ালিয়া পুলিশ ফঁাড়ী মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ৬ পিচ ইয়বাসহ আলতাব হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে। আটককৃত আলতাব উপজেলার কেশবপুর গ্রামের আব্বস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফঁাড়ির এস আই সাজ্জাদ এর নেতৃত্বে এ এস আই ওবায়দুর সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চকনাজিপুর বাজারে (ইসলামপুর রোড) এ অভিযান পরিচালিত হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যববসায়ী আলতাব দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া দিয়ে আটক করে এবং তল্লাশী করে তার কাছ থেকে ৬পিচ ইয়াবা উদ্ধার করে।
এ বিষয়ে লালপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।