নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরের কদিমচিলান ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে অবৈধভাবে গাছ কেটে বিক্রি করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মহাসড়কে দাঁড়িয়ে মানববন্ধন করে এলাকার শত শত মানুষ। তারা অভিযোগ করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী রফিকুল ইসলাম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির কাউকে না জানিয়ে ক্যাম্পাসের ভেতরে থাকা কয়েকটি গাছ ও ডালপালা কেটে নিয়ে যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ করেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই তারা বাধ্য হয়ে মহাসড়কেে মানববন্ধন করছেন। তাই অভিযুক্তদের বিরুদ্ধেে ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
পরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর আব্দুল মান্নান। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।