নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। রবিবার সকালে বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যূরালে আ’লীগ ও এর অংগসংগঠনের উদ্যোগে পতাকা উত্তোলন, পুস্পমাল্য অর্পণ করা হয়।পরে বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সচিব জালাল উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল হক, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এ্যাড.মিজানুর রহমান,বড়াইগ্রাম থানার ওসি মোঃ নজরুল ইসলাম,বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক,বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) আব্দুল রহিম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম, প্যানেল মেয়র ফজলুল করিম ফজের, কাউন্সিলর মোঃ আতোয়ার রহমান, কাউন্সিলর মোঃ রফিকুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা পৌরসভার সকল কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের গুলিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের স্বরনে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে বড়াইগ্রাম পৌরসভার ৩ হাজার দুস্থ- অসহায়,পথচারী এবং তিন’শ এতিম শিশুদের মাঝে খাবার বিতরন করা হয়।