নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের বিবাদমান সকল পক্ষের সকল স্তরের কমিটির কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগ। এ সময় আগামী ৮ এপ্রিলে নাটোর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভারও সিদ্ধান্ত হয়। এ সময় পর্যন্ত পূর্বের পুরাাতন কমিটি সাংগঠনিক দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। আজ(১১মার্চ) বুধবার রাজধানীর ধানমন্ডি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নাটোর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা এ নির্দেশনা দেন। এসময় কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক মন্ত্রী ওবাইদুল কাদের,যুগ্ন সম্পাদক ও তথ্য মন্ত্রী হাসান মাহমুদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও গুরুদাসপুর আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, সাধারন সম্পাদক ও নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী সহ বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…