নাটোরের বড়াইগ্রাম উপজেলাধীন ভবানীপুর মোল্লাপাড়ায় ঈদ উপলক্ষ্যে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বুধবার বিকেলে ভবানীপুর মোল্লাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে “ভবানীপুর সমাজ কল্যান সংগঠন” এর উদ্দ্যোগে অত্র এলাকার শতাধিক অসহায় মানুষের মাঝে এই ঈদ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। “ভবানীপুর সমাজ কল্যান সংগঠন’টি একটি অরাজনৈতিক সংগঠন এবং ১১ জন সদস্যের নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়। অত্র সংগঠনের উদ্দ্যেগে শীতবস্ত্র, খাদ্য সামগ্রী বিতরন, দরিদ্র মানুষের চিকিৎসা খরচ, গরিব মেধাবী ছাত্র-ছাত্রীর পড়াশোনায় সহযোগীতা, কন্যাদায়সহ বিভিন্ন সেবা মূলক কর্মকান্ড করে থাকে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি গওছল আজমের সভাপতিত্বে এবং কোষাধক্ষ্য দেলোয়ার হোসেন লাইফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনিছুর রহমান মাষ্টার , ওয়ালিয়া পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেন তালাশ। এসময় আরো উপস্থিত ছিলেন ভবানীপুর গ্রামের প্রবীন ব্যক্তিত্ব আ: মজিদ মোল্লা, আমিরুল ইসলাম কনা, সংগঠনের সহ-সভাপতি আব্দুর রউফ মোল্লা, নবাব-উল-ইসলাম শাহীন, নাছির মোল্লা, সাধারন সম্পাদক শাহরিয়ার রিন্টু, হাসানুজ্জামান সুমন, গোলাম মাওলাসহ সংগঠনের সকল সদস্য ও গন্যমান্য ব্যাক্তি বর্গ।