বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোর বড়াইগ্রামের নগর ইউনিয়নের কুমারখালী গ্রামের ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুদি দোকানদার আবুল কাশেম (৩২) কে পুলিশে দিয়েছে এলাকাবাসী। অভিযুক্ত মুদি দোকানদার কুমারখালী গ্রামের হাসেম আলীর ছেলে।
গত ৫ জুলাই বিকাল ৫ টার দিকে একই গ্রামের প্রবাসী’র ৬ বছরের শিশুটি তার খালার বাড়িতে যাবার সময় মুদি দোকানদার কৌশলে তার দোকানে ডেকে নেয় এবং ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে আজ (১৩ জুলাই) সকালে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পুলিশে ধরিয়ে দেয় আবুল কাশেমকে। এলাকাবাসী জানান- ইতিপূর্বেও শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে এই লম্পট মুদি দোকানদার আবুল কাশেমের বিরুদ্ধে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন- অভিযুক্ত কাশেম ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।