নাটোরের বড়াইগ্রামে সুদের টাকা নিয়ে দ্বন্দে ২ জন আহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে সুদের টাকা নিয়ে দ্বন্দে ইয়াছিন প্রামানিক (৪৭) ও রয়েল হোসেন (২২) দুই ব্যাক্তি আহত হয়েছে। মঙ্গলবার সকাল সারে ১০টার দিকে উপজেলা নগর ইউনিয়নের পার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইয়াছিন প্রামানিকের ছেলে বাদল প্রামানিক বাদী হয়ে বড়াইগ্রাম থানায় সিনতাইয়ের মামলা করেছে। রয়েলের বাবা জিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আহত ইয়াছিন পার-গোপালপুর প্রামের মৃত তাছের প্রামানিকের ছেলে ও রয়েল হোসেন একই গ্রামের জিয়া মন্ডলের ছেলে।

 

স্থানীয় সুত্রে জানাযায়, ইয়াছিন প্রামানিক ও তার ছেলে বাদল প্রামানিক দির্ঘদিন যাবত সুদের টাকার কারবার করে আসছে। বাদল প্রামানিকের নিকট থেকে ৫ হাজার টাকা সুদে নেয় রয়েল। সময়মত সুদের লভ্যাংশ সহ এক হাজার টাকা পরিশোধ করতে ব্যার্থ হওয়ায় মঙ্গলবার সকালে ইয়াছিন, তার দুই ছেলে বাদল ও কাউসার গ্রামের সেলিমের দোকানের সামনে রয়েলকে মারপিট করতে থাকে । খবর পেয়ে জিয়া ছেলেকে উদ্ধার করতে গেলে মারামারির ঘটনা ঘটে। এতে বাশের লাঠির আঘাতে ইয়াছিনের মাথায় কেটে যায়। স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় ইয়াছিন ও রয়েলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ইয়াছিন বলেন, আমি ৮৫ হাজার টাকা নিয়ে পাবনা জেলা ইশ্বারদি উপজেলার অরনখোলার হাটে গরু কিনতে যাচ্ছিলাম। পথে আমার নিকট থেকে ওমর আলীর নির্দেশে তার ছেলে জিয়া, জুয়েল, জেকের, পিয়ার আলী, নাতি রয়েল আমার টাকা সিনকাই করে নেয়।

 

দোকারদার সেলিম হোসেন, মঙ্গলবার সারে ১০ টার দিকে আমি দোকানে বসে ছিলাম। বাদল রয়েলকে ডেকে নিয়ে আসে। রয়েল এক হাজার টাকা পরিশোধ করতে ব্যার্থ হলে মারপিট করতে থাকে। তার বাবা জিয়া তাকে উদ্ধার করতে গেলে মারামারির ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, সিনতাইয়ের ঘটনা ঘটেনি। এটি মিথ্যা কথা। মারামারি সময় বাঁশের লাঠির আঘাতে ইয়াসিনের মাথা কেটে যায়।

ওমর আলী বলেন, ইয়াছিনসহ তার পরিবার দির্ঘদিন যাবত সুদের কারবার করে আসছে। আমার নাতি তাদের নিকট থেকে সুদে টাকা নিয়ে ছিল। এক হাজার টাকা পরিশোধে ব্যার্থ হওয়ায় আমার নাতিকে মারপিট করে আহত করেছে। আমরা মামলার প্রস্তুতি গ্রহন করতেছি।

বড়াইগ্রাম থানার পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, মারামারির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক