নাটোরের বড়াইগ্রামে মেম্বারের প্রতারনায় সংখ্যালঘু বিধবার চলমান বয়স্ক ভাতা বন্ধ!

বড়াইগ্রাম প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামের ১নং জোয়াড়ী ইউপি’র ৯নং ওয়ার্ড মেম্বর কামালের প্রতারনার স্বীকার হয়ে সুরধনী (৮০) নামের এক বয়বৃদ্ধার চলমান বয়স্ক ভাতা বন্ধের অভিযোগ উঠেছে । সুরধনী উপজেলার চন্ডিপুর হিন্দুপাড়ার মৃত: সূর্যদেব এর স্ত্রী।
সুরধনী’র পরিবার সূত্রে জানা যায়- প্রায় ৮ বছর বয়স্ক ভাতা পেয়েছেন তিনি। কিন্তু গত ২বছর পূর্বে ভাতা বই’য়ে সমস্যা হয়েছে জানিয়ে বইটি নিয়ে যায় অত্র ওয়ার্ড মেম্বর কামাল হোসেন। পরবর্তীতে ঐ বইয়ের আর কোন সন্ধান মেলেনি। বার বার মেম্বর কামাল কে অবগত করলে বিভিন্ন অযুহাতে সময় কাঠিয়ে দিচ্ছে।
বয়সের ভারে নুয়ে পড়েছে সুরধনী। ঠিকমত দাঁড়াতেও পারেন না। তবুও শেষ সম্বল বয়স্কভাতার বইটা উদ্ধারের জন্য মেম্বরের বাড়ীতেও কয়েকবার ধর্ণা দিয়েছেন তিনি। স্বাক্ষাৎ হলে বিভিন্ন টালবাহানা করে বিদায় করে দেয় মেম্বর কামাল। বিষয়টি জানাজানি হলে নিন্দা জানান এলাকাবাসী।
নাম না প্রকাশের স্বর্তে কয়েকজন এলাকাবাসী বলেন- ইতিপূর্বে ভবানীপুর খাল খননের জন্য বরাদ্ধকৃত ২ লক্ষ ৮৮ হাজার আত্বসাৎ এবং কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীতে ব্যপক অনিয়েমর অভিযোগ আছে এই ইউপি মেম্বর কামাল হোসেন এর বিরুদ্ধে।

এবিষয়ে সুরধনী বলেন- স্বামী গত হওয়ার পর গরীব দিনমজুর ছেলের সংসারে থাকি, ছেলের একার উপার্জনে খুব কষ্টে আমাদের দিন কাটে । অনেক বছর আগে আমার নামে একটা বয়স্ক ভাতার কার্ড হয়েছিল, আমি ৮/১০ বছর টাকা পেয়েছি। আমার বয়স্কভাতার টাকা দিয়ে ছেলের কিছুটা চাপ কমতো। কিন্তু কামাল মেম্বর বইটা নিয়ে যাওয়ার কারণে আমি আর টাকা পাইনা। আমার ভাতা কেন বন্ধ হয়েছে, সেটাও বলেনা। আমি মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আবেদন জানাই, আমার শেষ সম্বল এই বয়স্কভাতাটা যেন চালু হয়।

এ বিষয়ে অভিযুক্ত ১নং জোয়াড়ী ইউপির ৯নং ওয়ার্ড মেম্বর কামাল হোসেন এর কাছে জানতে চাইলে- তিনি বলেন সুরধনির নাম রেজুলেশনে নেই। ১০ বছর পর ভাতা কার্ড বন্ধ হতে পারে কিনা? জানতে চাইলে তিনি বলেন- এবষিয়ে উপজেলা সমাজ সেবা বলতে পারবে। তবে বই নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা জানান- আপনাদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম। খুব দ্রুত সুরধনীর ভাতাটি প্রতিস্থাপনের ব্যবস্থা করবো।

এ বিষয়ে উপজেলা চেয়াম্যান ডা: মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান- কোন সমস্যার জন্য বই নিলে সেটা সমাধানে সর্বোচ্চ ১/২ মাস লাগতে পারে, ২ বছর লাগার কথা না। আমরা ঐ বৃদ্ধার ভাতাটি চালুর ব্যবস্থা করবো।

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক