বড়াইগ্রাম প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তিন জন আহত হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।
এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে মাছবাহী একটি ছোট ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। চারটি উপজেলার থানা মরে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে ওই ট্রাকে থাকা প্রায় সাড়ে তিনলাখ টাকার মাছ রসুনের ক্ষেতে পড়ে থাকতে দেখা যায়। এসময় চালক জনিসহ হেলপার আহত হয়। এলাকাবাসী চালক এবং হেলপারকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ট্রাকচালক জানান রাজশাহীর আম চত্বর এলাকার তৌফিকুল ইসলামের ওই মাছ নিয়ে ঢাকায় যাওয়ার পথে ট্রাকটি হঠাৎ দুর্ঘটনার শিকার হয়।